বিয়ের অনুষ্ঠান চলাকালে বরকে জুতা দিয়ে পেটালেন মা!

বিয়ের অনুষ্ঠান চলছে। বাড়ি ভর্তি অতিথি।
সেখানেই সবার সামনে নিজের ছেলেকে জুতা পেটা করলেন একজন মা।
এমন অবাক করা ঘটনা ঘটেছে ভারতে।

দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের হামিরপুর জেলার বারুওয়া সুমেরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। কেউ একজন সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে।
আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, ‘জয়মালা’ অনুষ্ঠান চলছে।
হঠাৎ করে স্টেজের সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন একজন নারী।
এরপর নিজের জুতা করে সবার সামনেই ছেলেকে পেটাতে শুরু করেন তিনি।
পরে দ্রুত তাকে সেখানে টেনে নামানো হয়।

জানা গেছে, ওই ব্যক্তি পরিবারের মতের বিপরীতে গিয়ে অন্য বর্ণের এক নারীকে কোর্টে গিয়ে বিয়ে করেন।
এজন্য ছেলের ওপর খেপে ছিল তার পরিবার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.