ক্রেতার কাছ থেকে কড়ায়-গণ্ডায় হিসাব কষে ভ্যাট আদায় করেও সরকারি কোষাগারে একটি টাকাও জমা দেয় না দেশের প্রায় ৮৮ শতাংশ দোকান।
এসব দোকান অনলাইনে ভ্যাট নিবন্ধনই গ্রহণ করেনি।
ভ্যাট প্রদানকারী ১২ শতাংশের ৮০ শতাংশই হিসাবের চেয়ে কম জমা দেয়।
আদায়কৃত মোট ভ্যাটের প্রায় ৬০ শতাংশ দেশের বড় মাপের ১৫৭টি প্রতিষ্ঠান পরিশোধ করে থাকে।
লক্ষ্যমাত্রা বাড়লে এসব প্রতিষ্ঠানের ওপর চাপ বাড়ে।
ঢাকার চেয়ে বাইরের দোকান মালিকদের ভ্যাট প্রদানে অনীহা বেশি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গত তিন মাসের (মে-জুলাই) জরিপে এই হিসাব পাওয়া যায়।
জরিপকালে ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি, এমন দোকানকে তাত্ক্ষণিকভাবে নিবন্ধন প্রদান করা হয়েছে।
হিসাবের চেয়ে কম ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে হিসাবমতো ভ্যাট পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্যাট পরিশোধ না করলে হিসাব জব্দ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।