এখনই চালু হচ্ছে না বাংলাদেশ-ভারত ফ্লাইট

রোববার থেকে বাংলাদেশ ও কলকাতার মধ্যে যে ফ্লাইটগুলো চালু হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে।
এখনও দুই দেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে চুক্তি সম্পন্ন হয়নি।
ফলে এখনই ফ্লাইট চালু হচ্ছে না।

এদিকে এই ঘোষণার ফলে ভারতের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা খাত এবং প্রাইভেট হাসপাতালগুলো হতাশ হয়েছে।
এসব হাসপাতালের রোগীদের একটা বড় বাংলাদেশ থেকে আগত; মহামারি ও লকডাউন নিষেধাজ্ঞার সময়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা ৮-১০% হ্রাস পেয়েছে বলে জানানো হয়।

জানা যায়, চলতি বছরের এপ্রিলে করো’না মহামারির কারণে ভারতের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা বলেন, “আমরা রোববার থেকে ভারতে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করেছিলাম।

প্রাথমিকভাবে সপ্তাহে রোববার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালু করতে চেয়েছিলাম।
কিন্তু আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাইনি।
চুক্তি স্বাক্ষরিত হলে আমরা নতুন তারিখ ঘোষণা করব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.