সুপারশপগুলো ক্রেতাদের থেকে যে ভ্যাট আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বুধবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের এমপি অসীম কুমার উকিলের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
অসীম কুমার তার প্রশ্নে সুপারশপগুলোর মধ্যে স্বপ্ন, আগোরা, প্রিন্স বাজার, ডিএসএস ও লাজ ফার্মার নাম উল্লেখ করে এসবসহ বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের থেকে যে ভ্যাট আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় কিনা জানতে চান।
জবাবে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন বিপণী বিতান যেমন স্বপ্ন, আগোরা, প্রিন্স বাজার, ডিএসএস ও লাজ ফার্মাসহ বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের থেকে হতে যে ভ্যাট আদায় করে তা রাষ্ট্রের কোষাগারে জমা হয়।
গত ২০২০ -২০২১ অর্থবছরে স্বপ্ন হতে ৪৬ কোটি ৩০ লাখ টাকা, আগোরা হতে ১৯ কোটি ৩৩ লাখ টাকা, প্রিন্স বাজার হতে ৮ কোটি ৩২ লাখ টাকা ও ডিএসএস হতে ৫ লাখ টাকা আদায় হয়েছে এবং তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।