বর্তমানে বাংলাদেশের এক টাকা পাকিস্তানের ১ দশমিক ৯৮ রুপির সমান।
মঙ্গলবার কারেন্সি এক্সচেঞ্জের এক সাইটে প্রাপ্ত তথ্য এমনটি বলছে।
গত কয়েক বছরে বাংলাদেশের টাকার মান যেভাবে বেড়েছে, তার বিপরীতে দর হারিয়েছে পাকিস্তানের রুপি। গত দশ বছরে টাকার মান পাকিস্তানি রুপির তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০১২ সালে ফেব্রুয়ারিতে এক টাকায় পাওয়া যেতো ১ দশমিক ০৭ রুপি। ২০১৭ সালের নভেম্বরে তা দাঁড়ায় ১ দশমিক ২৫ রুপিতে। এরপর ২০২০ সালের আগস্টে ১ টাকার বিপরীতে ১ দশমিক ৯৭ রুপি পাওয়া যেত।
মাঝে রুপি কিছুটা শক্তিশালী হওয়ায় চলতি বছরের মে মাসে ১ দশমিক ৭৯ রুপিতে বিনিময় হতো ১ টাকা।
তবে তারপর থেকে আবারও দর হারানোয় ১ টাকায় বর্তমানে বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ৯৮ রুপি।