বিশ্বের প্রথম কাগজবিহীন সরকার দুবাইতে

বিশ্বের প্রথম শতভাগ কাগজবিহীন সরকার হিসেবে আত্মপ্রকাশ করলো দুবাই।
সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান জানিয়েছেন বিশ্বের প্রথম সরকার হিসেবে দুবাই নিজেকে ১০০ শতাংশ কাগজবিহীন হিসেবে ঘোষণা করেছে।
এর ফলে দুবাইয়ে সঞ্চয়ের পরিমাণ বেড়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সরকারের তরফে আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ঘোষণা করেছেন, এই সিদ্ধান্তের ফলে ১.৩ বিলিয়ন দিরহাম (৩৫০ মিলিয়ন মার্কিন ডলার) এবং ১৪ মিলিয়ন ঘন্টা সঞ্চয় করতে পেরেছে দুবাই।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুবাইয়ের অভ্যন্তরীণ, বৈদেশিক লেনদেন ১০০ শতাংশ ডিজিটাল হয়ে গিয়েছে।
একক সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এই লেনদেন পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।
শনিবার এক বিবৃতিতে শেখ হামদান বলেন, দুবাই যে সাফল্য অর্জন করেছে, তা দেশের প্রতিটি মানুষের অবদান।
এই সাফল্য নাগরিকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে।
ভবিষ্য’তের লক্ষ্যে দুবাইয়ের যাত্রায় নতুন পর্যায় তৈরি করবে।

শেখ হামদান নিজের বিবৃতিতে আরও বলেন ১০০ শতাংশ কাগজহীন হিসেবে দুবাইয়ের আত্মপ্রকাশ ডিজিটাল রাজধানী হিসেবে দুবাইকে এগিয়ে রাখবে।
এখানে আসা পর্যটকদের সুবিধা থেকে নাগরিক যাবতীয় সেবা ডিজিটাল হওয়ায় পর্যটন বাড়বে।
দুবাই বিশ্বের সামনে নিজেকে ডিজিটাল রোল মডেল হিসেবে তুলে ধরতে চাইছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.