দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সব বিভাগীয় কমিশনারকে বিশেষ ধরনের অ্যাপস তৈরির নির্দেশ দিয়েছে সরকার। পর্যটকদের সুবিধার্থে গুগল ম্যাপের সঙ্গে সংযুক্ত করে মোবাইল ফোনে ব্যবহার উপযোগী অ্যাপস তৈরি করা হবে।
‘জেলা প্রশাসক সম্মেলন ২০১৬’ এর তৃতীয় দিনের শেষ অধিবেশন শেষে বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত কার্য অধিবেশন শেষে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে বরিশাল বিভাগ জেলার পর্যটন সম্ভাবনাময় স্থান চিহ্নিত করে এমন একটি অ্যাপস বানিয়েছে বলে সভায় জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। এটা একটি ভালো খবর। এতে সহজেই পর্যটকরা প্রতিটি জেলার পর্যটন স্পট সম্পর্কে সহজেই জানতে পারবেন’।
মন্ত্রী জানান, ‘সাম্প্রতিক জঙ্গি হামলা দেশের পর্যটন শিল্পে কোনো প্রভাব ফেলবে না। ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার ও জাপানি নাগরিক কোনিও হোসি নিহত হওয়ার পর পর্যটন ধ্বসের যে আশঙ্কা করা হয়েছিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছেন। সে বছর ১০ হাজার বিদেশি পর্যটক বেশি এসেছিলেন। এবারও সকল আশঙ্কা ভুল বলে প্রমাণিত হবে’।
মেনন বলেন, ‘সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা কেবল বাংলাদেশের সমস্যাই নয়। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও জাপানেও এ ধরনের হামলা হয়েছে’।
তিনি বলেন, ‘অভ্যন্তরীণ পর্যটন সম্ভাবনা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রতি জেলায় পর্যটকদের তথ্য প্রাপ্তি নিশ্চিতের জন্য পর্যটন তথ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব পর্যটনকেন্দ্রর সঙ্গে সংযোগ সড়ক নেই পর্যায়ক্রমে তা করা হবে। বিমানবন্দর, পর্যটনকেন্দ্র এবং রিসোর্টগুলোর নিরাপত্তা বাড়াতে মালিক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে’।
জেলা প্রশাসকরা আকাশ যোগাযোগ বাড়াতে এবং অবকাঠামো উন্নয়নে সরকারকে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছেন বলেও মন্ত্রী সাংবাদিকদের জানান।