সংযুক্ত আরব আমিরাতে বছরের প্রথম পবিত্র জুমার দিন আজ।
নতুন বছরের শুরু থেকে সরকারি ছুটি পরিবর্তন হয়ে শনি ও রোববার হয়েছে। পরিবর্তন হয়েছে জুমার নামাজের সময়সূচিও।
দেশটিতে আজ প্রথম জুমার নামাজ শুরু হবে ১টা ১৫ মিনিটে।
তবে শারজায় আগের মতো ১২টা ১০ মিনিটেই জুমার নামাজ শুরু হবে।
শারজাহ ব্যতীত দেশটির সব প্রদেশে শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি কর্মদিবস চলবে।
নতুন বছর থেকে জুমার নামাজের সময় ১টা ১৫ মিনিটে নির্ধারণ করা হয়।
সরকারি কিছু কিছু বিভাগ এবং স্কুলগুলোর জন্য, শনি ও রোববার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়।
শারজায় শুক্রবার, শনি ও রোববার তিন দিনের সাপ্তাহিক সরকারি ছুটি ঘোষণা করা হয়।
তাই শুক্রবারের নামাজের সময় দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে অপরিবর্তিত থাকবে।