ইঞ্জিন ড্যামেজ হয়ে পড়ে আছে বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার-৮০০

হজরত শাহজালাল এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে পাখির উৎপাত আশঙ্কাজনক হারে বেড়েছে।
ফলে প্রতিনিয়ত এ রুটে চলাচলকারী পাইলটদের উড়োজাহাজ ওঠানামার সময় থাকতে হয় পাখি ‘আতঙ্কে’।

উড়োজাহাজগুলো যাতে বার্ড হিটের কবলে না পড়ে সে জন্য ঢাকাসহ দেশের প্রতিটি বিমানবন্দরে সিভিল এভিয়েশন অথরিটির নিজস্ব বার্ড শুটার রয়েছে। কিন্তু তাদের কার্যক্রম তেমন না থাকার কারণে একের পর এক উড়োজাহাজ ইদানীং বার্ড হিটের শিকার হচ্ছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশ্লিষ্টদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।
তারা জানতে চাচ্ছেন, বিমানের যেসব উড়োজাহাজ বার্ড হিটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে আদায় করার কোনো পরিকল্পনা আছে কি-না?

খোঁজ নিয়ে ও বিমানের বলাকা ভবন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, গত রোববার দুপুরে ঢাকা থেকে লন্ডনের ম্যানচেস্টারগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বোয়িং-৭৮৭-৮০০) সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় বার্ড হিটের কবলে পড়ে।

খবর পেয়ে বিমানের প্রকৌশলীরা সেটি মেরামত শুরু করেন।
তিন ঘণ্টা চেষ্টার পর এয়ারক্রাফটটি সচল হয়।
এরপর যাত্রী নিয়ে আবারো গন্তব্যের উদ্দেশ ফ্লাইটটি উড়ে যায়।
শুধু রোববার নয়, এর আগেও বার্ড হিটের কবলে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক উড়োজাহাজ ঢাকা এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
এর মধ্যে একটি ড্রিমলাইনার উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বার্ড হিটের শিকার হয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে হ্যাংগারে পড়ে আছে।
প্রকৌশলীরা অনেক চেষ্টার পরও সচল করতে পারছেন না বলে জানা গেছে।

নয়া দিগন্ত

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.