বেড়েছে ডায়রিয়া রোগী

বরগুনার আমতলীতে প্রতিদিন বেড়েই চলছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা।
ফলে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডায়রিয়া ওয়ার্ডের চিকিৎসক, নার্সসহ অন্যরা।
ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় আক্রান্ত রোগীরা নিরুপায় হয়ে বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন।
এতে দুর্ভোগ বাড়ছে চিকিৎসা নিতে আসা রোগীদের।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে আমতলী হাসপাতালে ৯৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। গত বুধবার দুপুর ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী, শিশু, পুরুষসহ মোট ২৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
আর তাতে ৬ বেডের ওয়ার্ডে বেড সংখ্যার সংকুলান না হওয়ায় নিরুপায় হয়ে রোগীরা বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.