পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
তবে তিনি বলেন, কোনো মধ্যস্থতাকারী ও শর্ত ছাড়া তিনি পুতিনের সঙ্গে কথা বলতে চান ।
ইতালির সম্প্রচার মাধ্যম ‘রাই ১’কে তিনি এই তথ্য জানান।

জেলেনস্কি জানান, ‘তিনি সংলাপের শর্তে পুতিনের সঙ্গে কথা বলবেন, আলটিমেটামের শর্তে নয়।’
ইতালির সম্প্রচার মাধ্যমটিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিদিন ছোট ছোট শহরগুলোকে দখলমুক্ত করা হচ্ছে।
রুশ সামরিক বাহিনীর সেখানে হয়রানি, নির্যাতন ও হত্যাযজ্ঞের চিহ্ন দেখতে পাচ্ছি। এসব কারণে শান্তি আলোচনার সম্ভাবনা আরও জটিল হয়ে যায়।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.