সন্তানকে বাবা-মায়ের সামনে হত্যা করল বানর

ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে বাড়ির তিন তলার ছাদ থেকে বাবা-মায়ের সামনেই চার মাসের এক শিশুকে ফেলে দিয়েছে বানর। এতে ওই শিশুটির মৃত্যু হয়েছে।

খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, শিশুটির বাবার নাম নির্দেশ উপাধ্যায় (২৫)।

বারেলির ঢুঙ্কা গ্রামের বাসিন্দা তিনি। শুক্রবার সন্ধ্যাবেলায় স্ত্রী ও তিনি চার মাসের ছেলেকে নিয়ে ছাদে ঘুরছিলেন।
তখনই এক দল বানর ছাদে এসে চড়াও হয়। বানরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন শিশুটির বাবা-মা। কিন্তু বানরগুলো নির্দেশকে ঘিরে ধরে।

পরে বাচ্চাটিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। তখনই শিশুটি তার হাত থেকে পড়ে যায়। নির্দেশ তাকে তোলার চেষ্টা করলে শিশুটিকে ছোঁ মেরে নিয়ে যায় একটি বানর। তারপর ছাদ থেকে নীচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

এ বিষয়ে বারেলির বন কর্মকর্তা ললিত বর্মা জানিয়েছেন, ঘটনার অভিযোগ এসেছে। বন দপ্তরের কর্মীদের একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
জেডএ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.