বিমান বাহিনীর নিয়োগ

সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : শিক্ষা প্রশিক্ষক (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা : পদার্থ বিজ্ঞান/ গণিত/ রসায়ন/ ব্যবস্থাপনা/ ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি।

পদের নাম : সাইফার অ্যাসিস্টান্ট (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি/ বিকম/ বিএ।

পদের নাম : টেকনিক্যাল ট্রেড (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসিতে বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/ সমমান।

পদের নাম : নন-টেকনিক্যাল (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসিতে যেকোনো শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/ সমমান।

পদের নাম : এমটিওএফ (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসিতে বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৩.০/ সমমান।

পদের নাম : প্রভোস্ট (পুরুষ ও নারী)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসিতে যেকোনো শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/ সমমান।

পদের নাম : চিকিৎসা সহকারী (পুরুষ ও নারী)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসিতে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/ সমমান।

পদের নাম : পিএফএন্ডডিআই (নারী)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসিতে যেকোনো শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/ সমমান।

পদের নাম : আইটি সহকারী (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসিতে বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/ সমমান।
পদের নাম : জিসি (গ্রাউন্ড কম্বেটিয়ার্স) (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসিতে যেকোনো শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/ সমমান।

পদের নাম : খেলোয়ার (টেকনিক্যাল) (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসিতে বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/ সমমান।

পদের নাম : খেলোয়ার (নন-টেকনিক্যাল) (পুরুষ)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসিতে যেকোনো শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/ সমমান।

পদের নাম : মিউজিশিয়ান (নারী)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসিতে যেকোনো শাখায় নূন্যতম জিপিএ ২.৫/ সমমান।

আবেদনের প্রক্রিয়া : প্রার্থীকে ওয়েবসাইট অথবা joinBAF অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় : ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.