‘আমি দেখতে অত্যন্ত সুন্দরী, সেই জন্যই পুলিশ পাকড়াও করেছে আমাকে’, গ্রেফতার হওয়ার পর অদ্ভুত দাবী করলেন তরুণী
রেস্তোরাঁর বিল না মিটিয়ে পালিয়েছিলেন এক তরুণী। শেষে তাকে বিমানবন্দরে গ্রেফতার করা হয়। ওই তরুণী দাবি করলেন, তিনি সুন্দরী বলেই তাকে পাকড়াও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস বিমানবন্দরে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ২৮ বছর বয়সি এক তরুণী একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। কিন্তু বিল না মিটিয়েই সেখান থেকে পালিয়ে যান বলে তরুণীর বিরুদ্ধে অভিযোগ। ডাকা হয় দ্য লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশকে। কিন্তু ততক্ষণে উধাও হয়ে যান তরুণী।
পরে হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীরা ওই তরুণীর ব্যাপারে পুলিশকে খবর দেন। যে তরুণীর খোঁজ করছে পুলিশ, তার সঙ্গে বিমানবন্দরে এক তরুণীর মিল রয়েছে বলে জানান বিমানবন্দরের কর্মীরা। এরপরই বিমানবন্দর থেকে ওই তরুণীকে পাকড়াও করা হয়।
গ্রেফতারের পরই ওই তরুণী দাবি করেন যে, তিনি সুন্দরী বলেই তাকে পাকড়াও করা হয়েছে। পুলিশ কর্মীরা তাকে ধর্ষণের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন ওই তরুণী।