মাঝ আকাশে মর্মান্তিক ঘটনা। বিমানের মধ্যেই এক যাত্রীর নাক-মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। যার জেরে ইন্দোর বিমানবন্দরে জরুরি অবতরণ হল দিল্লিগামী বিমানের। তবে বিমানের জরুরি অবতরণ করিয়েও ওই যাত্রীকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর মাদুরাই-দিল্লি বিমানে। জানা গেছে, ওই যাত্রীর নাম অতুল গুপ্ত (৬০)।
সূত্রের খবর, দিল্লি পৌঁছনোর আগেই ইন্দোরে দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ওই বিমানটির। এরপর সঙ্গে সঙ্গে ওই প্রৌঢ় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক প্রবোধ চন্দ্র শর্মা জানান, “প্রাথমিক তথ্য অনুযায়ী, অতুল গুপ্ত ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট ৬ই-২০৮৮-এ ছিলেন। তাঁর মুখ থেকে রক্তপাত হচ্ছিল এবং মাঝ আকাশেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে।”
এয়ারপোর্ট থেকে ওই ব্যক্তিকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার ডাক্তাররা জানান, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছিলেন। বিমান অবতরণের পরেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত অতুল গুপ্ত নয়ডার বাসিন্দা। তাঁর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।