মার্কিন গোয়েন্দা বিমানকে ফিরিয়ে দিল ইরান

ওমান সাগরের কাছে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা বিমানকে সতর্ক করে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। দেশটির নৌবাহিনীর গণ যোগাযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের ‘তাসনিম’ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন নৌবাহিনীর ইপি-৩ই মডেলের একটি গোয়েন্দা বিমান ওমান সাগরের নিকটবর্তী এলাকায় ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ সময় ইরানের নৌবাহিনী বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং বিমানটিকে ইরানের আকাশসীমা থেকে চলে যেতে বলে। হুঁশিয়ারি পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়।

মার্কিন সামরিক বিমান নির্মাণকারী কোম্পানি লকহিড মার্টিন চারটি টারবোপ্রপ ইঞ্জিনের বিমান ইপি-থ্রিই নির্মাণ করেছে। বিমানটিতে সব ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, সিগন্যাল সংগ্রহ ও আঁড়ি পাতার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র মার্কিন ও জাপানি নৌবাহিনী এই বিমানটি ব্যবহার করে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.