বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা! আকাশে ওড়ার ঠিক আগেই বিমানে ভয়াবহ আগুন

বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ব্রাজিলের একটি যাত্রীবাহী বিমান। আকাশে ওড়ার আগে বিমানটির ইঞ্জিন আগুন ধরে যায়। এরপর বিমানের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।

ব্রাজিল প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল গত ৪ মে। ব্রাজিলের এয়ারলাইন্স সংস্থা ‘গোল লিনহাস এরিয়াস ইন্টেলিজেন্টেস’ এর একটি বিমান রিও ডি জেনেইরোর স্যান্টোস বিমানবন্দর থেকে পোর্তা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। টেক অফের কিছুক্ষণ আগে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়।

বিমানের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল। বিমানের প্রত্যেক যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, বিমানের ইঞ্জিনের আগুন লাগার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক যাত্রী। নিমেষে সেটা ভাইরাল হয়। ভিডিয়োটিতে বিমানের ইঞ্জিনটি আগুন জ্বলতে দেখা গেছে। যাত্রীরা বিমান থেকে নিরাপদে নেমে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নেটিজেনরা।

এদিকে, ব্রাজিলের একটি সংবাদমাধ্যম ঘটনার জন্য প্রযুক্তিগত সমস্যাকে দায়ি করেছে। আকাশে ওড়ার কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটনায়, বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিমানের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের জেরে স্যান্টোস বিমানবন্দরে এক ঘণ্টার বেশি সময় বিমান চলাচল বিঘ্নিত হয় বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

এদিকে বিমান সংস্থাটি জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যাটি সময়মতো শনাক্ত করায় বড়ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে। এ ব্যাপারে বিমানের পাইলট ও ক্রুদের ভূমিকারও প্রশংসা করা হয়েছে বিমানসংস্থার তরফে। বিমানের ইঞ্জিনের অগ্নিকাণ্ডের ঘটনায় চরম অসুবিধার সম্মুখীন হন যাত্রীরা।

পরবর্তী বিমানের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাঁদের। পরে যাত্রীদের নিয়ে নির্বিঘ্নে গন্তব্যস্থলের দিকে রওনা হয় বিমানটি। অনুরূপ একটি ঘটনা ঘটেছিল গত এপ্রিল মাসের শেষের দিকে। মাঝ আকাশে একটি বিমানের হঠাৎ আগুন ধরে যায়।

ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালে ওহিও বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। আমেরিকা ইয়ারলাইন্সের বিমানটি কলম্বাস বিমানবন্দর থেকে ফিনিক্সের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। মাঝ আকাশে একটি পাখি বিমানে ইঞ্জিন ধাক্কা মারল, আগুন ধরে গিয়েছিল।

বাধ্য হয়ে ওহিও বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। তবে, দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত যাত্রীদের বিমান থেকে উদ্ধার করা হয়েছিল।

সূএ: এই সময়

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.