সোমবার সকাল থেকে চালু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম। ইতো মধ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটসহ দুবাই ও শারজাহ থেকে নির্ধারিত ফ্লাইটগুলো শাহ আমানতে এসে পৌঁছেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ জানান, আজ সোমবার সকাল থেকে শাহ আমানতের অপারেশন পুরোপুরি শুরু হয়েছে। নির্ধারিত ফ্লাইটগুলো আসা যাওয়া করছে। সোমবার সকালে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া এবং দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে শাহ আমানতে এসে পৌঁছেছে এবং নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।
ঘূর্ণিঝড় মোখার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে রোববার (১৪ মে) দিনগত রাত ১২টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
