ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৮০০ গ্রাম কোকেনসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে কাস্টমস গোয়েন্দা। গ্রেফতার ওই নাগরিকের নাম সালোমে লাল রামদহারি।
শুক্রবার রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা কোকেনের বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক নাজমা জ্যাবিন বলেন, মরক্কো থেকে কাতারের দোহা হয়ে আসা একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে আসেন। মাদক বহনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। কিন্তু আচরণ সন্দেহজনক হওয়ায় তার লাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হলে ট্রলি ব্যাগে মাদকের অস্তিত্ব পাওয়া যায়।
পরে লাগেজ তল্লাশি করে ১৮শ’ গ্রাম সাদা রঙয়ের কোকেন সদৃশ মাদক পাওয়া যায়। ড্রাগ কিট টেস্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটিকে কোকেন হিসেবে চিহ্নিত করেছে। চোরাচালানের উদ্দেশ্যেই কোকেনগুলো বাংলাদেশে আনা হয় বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।