‘ডিউটির সময় শেষ, আর বিমান চালাব না’, এয়ার ইন্ডিয়া পাইলটের সিদ্ধান্তে ক্ষুব্ধ ৩৫০ যাত্রী

৩৫০ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে দিল্লির পথে উড়াল দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে দিল্লি না গিয়ে জয়পুরের বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।

এদিকে, আবহাওয়া পরিষ্কার হয়ে গেলেও বিমানবন্দর থেকে যাত্রা শুরু করতে রাজি হলেন না এয়ার ইন্ডিয়া বিমানের পাইলট। কারণ, তার ‘ডিউটি আওয়ার্স’ শেষ। সময়সীমা ফুরিয়ে যাওয়ার পর কেনো আবার কাজ করবেন তিনি? সেই কারণে গতকাল রবিবার এয়ার ইন্ডিয়ার এআই-১১২ বিমানের যাত্রীরা প্রায় পাঁচ ঘণ্টা বিমানবন্দরে আটকে পড়েন।

জানা যায়, গতকাল রবিবার লন্ডন থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। সঠিক সময় মেনে চললে রবিবার ভোর ৪টা নাগাদ দিল্লির বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বিমানটি জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। জয়পুর বিমানবন্দরে অবতরণের আগে আকাশপথে প্রায় ১০ মিনিট পাক খায় বিমানটি।

খারাপ আবহাওয়া শেষে অন্যান্য বিমান রওনা দিলেও বেঁকে বসেন এআই-১১২ বিমানের পাইলট। যেহেতু তার সে দিনের মতো কাজের সময়সীমা ফুরিয়ে গেছে, তাই তিনি আর বিমান চালাতে বাধ্য নন বলে দাবি করে বসেন পাইলট। ফলে বিপাকে পড়ে যান যাত্রীরা।

পাইলটকে রাজি করাতে না পেরে শেষ পর্যন্ত অন্য উপায় খুঁজতে শুরু করেন যাত্রীরা। কিন্তু তাতে কাজ না হলে যাত্রীদের একাংশ সড়কপথে জয়পুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন। আবার কেউ কেউ বিমানবন্দরেই অপেক্ষা করেন। লন্ডন-দিল্লিগামী বিমানে অন্য পাইলট আনা হলে তারপর সেই বিমানে দিল্লি পৌঁছান যাত্রীদের একাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.