বিমান বাংলাদেশের প্রশংসা করে যা লিখলেন সাকিব

গত সপ্তাহে হঠাৎ করেই বাংলাদেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। জানা গিয়েছিল কানাডা গিয়েছিলেন তারকা এই অলরাউন্ডার। আজ সেখান থেকে দেশে ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন তিনি নিজেই।

আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কানাডা থেকে ঢাকায় পৌঁছান সাকিব। পরিবারসহ স্বাচ্ছন্দ্যে দেশে ফিরতে পেরে বিমান বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

সামাজিকযোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনের চড়ে কানাডা থেকে ঢাকা আসলাম। সুপরিষর, ব্র্যান্ড নিউ উড়োজাহাজে সপরিবারে প্রথমবারের মতো দীর্ঘ ভ্রমণে ওয়াইফাই সুবিধা সহ ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এবং চমৎকার যাত্রী সেবায় আমরা সবাই মুগ্ধ।’

‘বাংলাদেশ বিমানের পাইলটদের টেক অফ ও ল্যান্ডিং সব সময়ই আমার কাছে স্বস্তিদায়ক। এবারও তার ব্যতিক্রম ছিলনা । ফ্লাইটে ক্রুদের আন্তরিক সেবা এবং চমৎকার খাবার পরিবারসহ উপভোগ করেছি। বাংলাদেশ বিমানের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।’-আরও যোগ করেন তিনি।

জানা গেছে, নিজ শহর মাগুরাতে স্ত্রী-সন্তানদের নিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন সাকিব। এর আগে গেল ঈদেও সাকিব ছিলেন মাগুরাতে। সেবার পরিবারকে নিয়ে ঈদ উদযাপনে বেশ উৎফুল্ল ছিলেন এই অলরাউন্ডার। ঈদের দিন ব্যাট হাতে পাড়ার ক্রিকেটে খেলতেও দেখা যায় তাকে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.