বরিশালে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা তরুণসহ আটক ৩

বরিশাল বিভাগীয় অফিসে ভুয়া পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট তৈরি করতে গিয়ে রোহিঙ্গাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন।

আটক রোহিঙ্গা হলেন- মো. ইসমাইল। তিনি উখিয়া থানার বালুখালী এলাকার ইলিয়াসের ছেলে। ইসমাইল বরিশালের কাজিরহাট থানার শ্যামেরহাটের কসবা এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। জাতীয় পরিচয়পত্রে ইসমাইল নিজের নাম মো. রাফি ও বাবা ছাদের আলী বেপারী উল্লেখ করেছেন।

তাকে সহায়তার অভিযোগে আটক দুজন হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার শহিদুল ইসলাম ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার হোসাইন।

উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে। ঐ জাতীয় পরিচয়পত্র নিয়ে পাসপোর্ট করতে আসেন। পরে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ইসমাইল মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।

ব‌রিশাল এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ভুয়া পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.