মাঝ আকাশে পোড়া গন্ধ, এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

মাঝ আকাশে পোড়া গন্ধ পাওয়ার ঘটনায় ভারতের কোচি বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার শারজাগামী একটি বিমান।

বিমানবন্দর সূত্রে খবর, বুধবার রাতে কেরালার কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৫ জন যাত্রী নিয়ে শারজা যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এক যাত্রী কর্মীদের জানান, কোনও কিছু পোড়ার গন্ধ পাচ্ছেন বিমানের ভিতরে।

যাত্রীর এই অভিযোগ পেয়েই সতর্ক হয়ে যান কর্মীরা। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি পাইলটকে জানান। পাইলট তখন কোচি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। তারপর সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বিমানটিকে তড়িঘড়ি আবার বিমানবন্দরে নামিয়ে নিয়ে আসেন পাইলট। বিমানটি অবতরণ করার পরই যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনা হয়।

বিমানবন্দর সূত্রে খবর, বিমানে কোনও ত্রুটি খুঁজে পানননি ইঞ্জিনিয়াররা। ফের রাতেই যাত্রীদের নিয়ে আবার শারজার উদ্দেশে রওনা হয় বিমান।

সূত্র: দ্য হিন্দু

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.