৭ অক্টোবর থার্ড টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মাদ মফিদুর রহমান নির্মাণকাজের অগ্রগতি ও উদ্বোধন বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।

বেবিচক চেয়ারম্যান জানান, আংশিক উদ্বোধনের পর বাকি কাজ শেষে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ২৭ জুন তিনি জানিয়েছিলেন, অক্টোবরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল স্বল্প পরিসরে চালু হবে।

তখন তিনি বলেছিলেন, সরকারের পক্ষ থেকে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধনের (সফট ওপেনিং) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, অক্টোবর মাসে সফট উদ্বোধন হলেও এই টার্মিনাল পুরোপুরি ফাংশনাল হবে ২০২৪ সালে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.