ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বাতিল

ঘন কুয়াশায় ঢাকা পড়ছে নীলফামারীর জনপদ। ফলে জেলার সৈয়দপুর বিমানবন্দরে শিডিউল বিপর্যয় ঘটছে।

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা একেবারে শূন্য মিটারে নামায় গতকাল সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে নামতে পারেনি।
তবে মঙ্গলবার দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।

এদিকে, রাতের ফ্লাইট বাতিল হওয়ায় দূর-দূরান্তের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তারা সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নেন।

জানা গেছে, শীতকালে বিমানবন্দরটিতে সকাল ও রাতে শিডিউল মেনে ফ্লাইট চলাচল করা সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিনই শিডিউল বিপর্যয় দেখা দিচ্ছে। মঙ্গলবার সকালে এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের ফ্লাইট অবতরণ করতে পারেনি।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম মঙ্গলবার সকাল ৮টার দিকে বলেন, “সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য ২০০০ মিটার ভিজিবিলিটি থাকার কথা থাকলেও এখন আছে মাত্র ১০০ মিটার। ফলে সকালের দুটি ফ্লাইট এখনও ঢাকা থেকে ছেড়ে আসেনি।”

এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, “হঠাৎ সৈয়দপুরের আকাশে ভিজিবিলিটি প্রায় শূন্যে নেমে আসায় দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুপুরের মধ্যে আবহাওয়ার উন্নতি হলে উড়োযান চলাচল স্বাভাবিক হতে পারে।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.