৪ মাস পর মাঠে ফিরছেন ফিলিপ লাম

Baka-Chokheপ্রথম পর্বের ম্যাচে ঝুঁকি নিয়ে মাঠে নামেননি। দ্বিতীয় পর্বের শুরুর ম্যাচ ঘরের মাঠে৷‌ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ৷‌ ঘরের মাঠের দর্শক সমর্থন বাড়তি প্রেরণা বায়ার্ন মিউনিখের৷‌ এমন ম্যাচে মাঠে ফিরছেন ফিলিপ লাম; গোড়ালির চোট সারিয়ে দীর্ঘ ৪ মাস পর৷‌ এ যেন সোনায় সোহাগা। মাঠে ফিরেই লামের অনুরোধ, ‘সেরাটা দিয়ে দলকে সেমিফাইনালে তোল৷’‌ এই মুহূর্তে বুন্দেসলিগায় শীর্ষে রয়েছে বায়ার্ন৷‌ তা সত্ত্বেও লামদের ফোকাস কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ৷‌ লাম বলেছেন, ‘সব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটাই আমাদের লক্ষ্য, বিশেষ করে যখন বায়ার্ন মিউনিখের মতো দলের হয়ে খেলছি৷‌ কিন্তু কাজটা বেশ কঠিন৷‌ সব থেকে গুরুত্বপূর্ণ হলো বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হওয়া৷‌ তাহলেই জার্মানির শীর্ষে থাকা যাবে৷‌ পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিততে চাই৷‌’ এই ম্যাচে জাভি আলোন্সোকে পাচ্ছে না বায়ার্ন। প্রতিপক্ষ ইউক্রেনের শাখতার ডোনেস্ক। অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র হওয়াতে খুব বেশি ক্ষতি হয়নি বায়ার্ন মিউনিখের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.