বছরের শুরু থেকে আরবাজ খান ও মালাইকা আরোরা খানের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়। সেটি স্বীকার না করে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন এই দম্পতি। কিন্তু কদিন আগে জানা গেল আসল সত্য। এতদিন তো আলাদা থাকছিলেনই, এবার আইনি মাধ্যমে বিচ্ছেদ করলেন দুজনে। বলা হচ্ছিল, এই বিচ্ছেদের জন্য দায়ী মালাইকা ও অর্জুন কাপুরের ঘনিষ্ঠতা। অনেক দিন চুপ থাকার পর অবশেষে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মালাইকা।
এতদিন মালাইকা এই নিয়ে কখনো কোনো মন্তব্য করেননি। সেদিন মালাইকার বাড়িতে মাঝরাতে যেতে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে, সেই নিয়ে আলোড়িত হয়েছে সংবাদমাধ্যম। শেষ পর্যন্ত এই সব জল্পনার অবসান ঘটালেন মালাইকা। মুম্বাইয়ের একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, শেষমেশ তার ও অর্জুনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি। তাকে নিয়ে ঘনিয়ে ওঠা সংবাদ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সংক্ষিপ্ত উত্তরে মালাইকা বলেন, ‘অর্জুন আমার খুব ভাল বন্ধু। কিন্তু সবাই এই সম্পর্কটাকে অন্য চোখে দেখছেন, যেটা সত্যি নয়।’
প্রসঙ্গত, ১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। ২০০২ সালে তাদের ঘর আলো করে একটি পুত্রসন্তান আসে। অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতাই নাকি এই দম্পতির সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। আরবাজের বোন অর্পিতা খানের সঙ্গে এক সময় সম্পর্ক ছিল অর্জুনের। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরই নাকি অর্জুনের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতা শুরু।