‘বাহুবলি ২’র পোস্ট প্রোডাকশনের কাজ বন্ধ

qcreokuবলিউডের সর্বকালের সেরা ব্যবসা সফল ছবি ‘বাহুবলি’। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই ছবির প্রায় দর্শকের চিন্তা ছিল, ‘কাটাপ্পা কেন বাহুবলিকে মেরেছিল এবং এই প্রশ্নের জবাব কবে পাওয়া যাবে? কবে আসছে ‘বাহুবলি ২’ বা ‘বাহুবলি-দ্য কনক্লুশন’ ছবিটি।’ দর্শকদের ব্যাকুলতার ছবিটির নির্মাণ কাজ চলছিল এবং মুক্তির তারিখ আগামী বছর ২৮ এপ্রিল নির্ধারণ করেছিলেন নির্মাতারা। কিন্তু কদিন আগেই ‘বাহুবলি ২’ এর কিছু গোপন দৃশ্য ফাঁস হওয়ার খবর পাওয়া যায়। এরপর জানা গেল, ছবির প্রযোজক এবং পরিচালক বন্ধ রেখেছেন পোস্ট প্রোডাকশনের কাজ।

সম্প্রতি এ সিনেমার ক্লাইমেক্স দৃশ্যের কিছু অংশ ফাঁস হয়ে যাওয়ায় পরিচালক ও প্রযোজক সিনেমাটির মুক্তির তারিখ এক মাস এগিয়ে নেওয়া যায় কিনা এ বিষয়ে আলোচনা করেছেন। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম। কিন্তু প্রযোজক এবং ছবির পরিচালক এস.এস রাজামৌলি আরও একধাপ এগিয়ে গিয়ে বন্ধ রেখেছেন পোস্ট প্রোডাকশনের কাজ৷ প্রায় ২৫০জন টেকনিশিয়ান এই পোস্ট প্রোডাকশনের কাজের সঙ্গে যুক্ত৷ কেউ ইচ্ছে করেও ভিডিও ফুটেজ ফাঁস করে থাকতে পারে বলে মনে করছেন ছবির চিত্রনাট্যকার বিজয়েন্দ্র প্রসাদ৷ এরকম কিছু যাতে আবারও না ঘটে, সেজন্য অনুরোধ করা হচ্ছে ছবির সঙ্গে যুক্ত সকলকে৷ ছবির মুক্তি পর্যন্ত আর এমন অঘটন ঘটে কিনা, তার জন্যই বন্ধ রাখা হয়েছে ছবির শেষ ভাগের কাজ।

‘বাহুবলি ২’ চলচ্চিত্রে অভিনয় করছেন, প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠি, সত্যরাজ, রামায়া কৃষ্ণাসহ অনেকে। কয়েকদিন আগে এই ছবির দ্বিতীয় ভাগের ক্লাইম্যাক্সের একটি দৃশ্যের ভিডিও ফাঁস হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাড়া পড়ে যায় সর্বত্র৷ আর তারপরেই ছবির প্রযোজকের অভিযোগে পুলিশ গ্রেফতার করে ছবির গ্রাফিক্স ইউনিটের ভিডিও এডিটরকে৷ যেহেতু এখন ছবির কাজ বন্ধ আছে, তাই বলা যাচ্ছে না কবে আসলে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.