নির্মাণের সময় থেকেই নানা কারণে আলোচনায় রয়েছে ‘মুখোশ মানুষ’ ছবিটি। সম্প্রতি খবর প্রকাশিত বেরিয়েছে, তথ্য মন্ত্রণালয় ছবিটির সেন্সর ছাড়পত্রের সনদ বাতিল করার নির্দেশ দিয়েছে। কিন্তু ছবির নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল ১১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, পূর্বনির্ধারিত ৩০ ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘মুখোশ মানুষ’।
ছবিটির সংশ্লিষ্টরা অভিযোগ করেন, ‘তথ্য মন্ত্রণালয় ছবিটির সেন্সর ছাড়পত্রের সনদ বাতিল করার নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত একটি চিঠিও তথ্য সচিবের স্বাক্ষরসহ ইস্যু হয়। তবে তা যাচাই না করেই মিথ্যা খবরটি অনলাইনে ছড়ানো হয়েছে।’
পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, ‘একটি মহল আমাদের ছবির বিরুদ্ধে কিছু অবান্তর এবং অনাকাঙ্ক্ষিত তথ্য ছড়াচ্ছে। এ মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। অনেকে আমাকে ফোন করে সেন্সর সনদ বাতিলের গুঞ্জন সম্পর্কে জানতে চেয়েছেন। এই বিভ্রান্তি দূর করতেই আজ আমরা একত্র হয়েছি। ভুল তথ্য জেনে তাতে কান না দেওয়ার অনুরোধ করছি সবাইকে।’
এখানে আরও ছিলেন-‘মুখোশ মানুষ’-এর অভিনেতা আদনান ফারুক হিল্লোল, নির্মাতা নোমান রবিনসহ চলচ্চিত্রের কলাকুশলীরা। ডিজি মোশন পিকচার্স প্রযোজিত এ ছবির ট্যাগলাইন স্টপ সাইবার ক্রাইম। এতে অভিনয় করেছেন নওশীন, কল্যাণ, লামিয়া মিমো, রাইজা, বড়দা মিঠু, প্রসূন আজাদসহ আরও অনেকে।