রাজধানীতে আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা ব্যাপক সাড়া ফেলেছে। গত দুই দিনে বিপুলসংখ্যক দর্শনার্থী ও হজে গমনে ইচ্ছুকরা মেলা পরিদর্শন করেছেন। তাদের অনেকেই বিভিন্ন এজেন্সিগুলোর সাথে হজ ও ওমরাহ করার ব্যাপারে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছেন। মেলায় আশানুরূপ দর্শনার্থীর উপস্থিতিতে খুশি আয়োজক সংগঠনের নেতারাও। এ দিকে আজ সন্ধ্যায় শেষ হচ্ছে এই হজ ও ওমরাহ মেলা।
২০১৭ সালের হজে গমনে ইচ্ছুকদের প্রাক নিবন্ধন শিগগিরই শুরু হবে। এজন্য প্রস্তুতি শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। আর আসন্ন এ হজ কার্যক্রমকে সামনে রেখে হজযাত্রীদের সাথে হজ এজেন্সিগুলো যোগাযোগ বৃদ্ধি করতে দশম বারের মতো হজ ও ওমরাহ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। রাজধানীর শেরে বাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে। এ দিন সকালে উদ্বোধনের পর থেকেই মেলায় আসতে শুরু করেন হজে গমনে ইচ্ছুক লোকজন। সন্ধ্যায় পুরো মেলা লোকে লোকারণ্য হয়ে যায়। গতকাল বিজয় দিবসের পাশাপাশি সরকারি ছুটি থাকায় বিপুল সংখ্যক মানুষ মেলায় আসেন। বিশেষ করে বিকেলের পর মেলা প্রাঙ্গণ সরগরম হয়ে ওঠে।
মেলায় রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর থেকেও বিভিন্ন হজ এজেন্সি স্টল দিয়েছে। তারা আসন্ন হজে তাদের প্যাকেজ প্রদর্শন করছে। মেলায় স্টল দেয়া বিভিন্ন এজেন্সির মধ্যে অন্যতম হলোÑ সন্জরী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইউরো এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস, কোবা এয়ার ইন্টারন্যাশনাল, গোল্ডেন বেঙ্গল, আল কাশেম, মেসার্স বুশরা ইন্টারন্যাশনাল, শাহ আমানত, আবরার, খাদেম হজ গ্রুপ, রিয়াদুল জান্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুর, হাশেম এয়ার, করতোয়া ট্রাভেলস, আন্তরিক ট্রাভেল, কসমিক এয়ার, আদ-দ্বীন, মাহির হজ সার্ভিসেস অ্যান্ড ট্যুরস, বিআরবি, দ্য সিটি ট্রাভেলস, সামস, সাওবান এয়ার, নেক্সাস, আল রায়হান প্রভৃতি হজ এজেন্সি। হজ এজেন্সির পাশাপাশি মেলায় ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আল আরাফাহ ব্যাংক, মেঘনা ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক হাজীদের সুবিধায় তাদের বিভিন্ন প্যাকেজ নিয়ে হাজির হয়েছেন।
নারায়ণগঞ্জ থেকে আসা করতোয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও হজ এজেন্সির কর্মী মো: আবদুল বাতেন বলেন, মেলায় ব্যাপক সাড়া পড়েছে। উদ্বোধনের পর থেকেই মেলায় হজ গমনে ইচ্ছুক লোকজন ছাড়াও দর্শনার্থীরা আসা শুরু করেছেন। তিনি বলেন, মেলায় আসলে মানুষ বিভিন্ন এজেন্সির প্যাকেজ সম্পর্কে জানতে পারছেন এবং যাচাই করে নিজেরা সিদ্ধান্ত নিতে পারছেন। এতে মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম্য কমে যাবে।
ইউরো এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মাওলানা মাহমুদুর রহমান বলেন, মেলায় আশানুরূপ দর্শনার্থী আসছেন। অনেকে হজে যাওয়ার জন্য প্রাথমিক আলোচনা সম্পন্ন করে নিচ্ছেন। তিনি বলেন, মেলায় আসা মানুষ হজ সম্পর্কে সঠিক ধারণা নিতে পারছেন। এতে তারা সচেতন হওয়ার পাশাপাশি হজ এজেন্সির সাথে একটি সেতুবন্ধনও তৈরি হচ্ছে।
মাহির হজ সার্ভিসের কর্মী মাওলানা আনোয়ার হোসেন বলেন, গত দুই দিনেই মেলায় ব্যাপক দর্শনার্থী এসেছেন। তারা হজ এবং হজ প্যাকেজ সম্পর্কে একটি সঠিক ধারণা লাভ করতে পারছেন। আজ শেষদিনে আরো বেশি দর্শনার্থী মেলায় উপস্থিতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হজ মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরাও। মেলায় আসা হজে গমনে ইচ্ছুক মাওলানা আব্দুর রহমান বলেন, যখন একটি এজেন্সির অফিসে যাওয়া হয় তখন তারা তাদের মত দিয়ে থাকে। এতে ওই এজেন্সির ভালোমন্দ বোঝা যায় না। এখানে এসে বিভিন্ন এজেন্সির প্যাকেজ দেখলে এ ভ্রান্তি দূর হয়ে যায়।
হজে গমনে ইচ্ছুক শরিফুল হাসান বলেন, অনেক সময় ভুয়া এজেন্সি খুলে হজযাত্রীদের সাথে প্রতারণা করা হয়। হজ মেলায় এসে প্রকৃত এজেন্সির সাথে কথা বলে সঠিক তথ্য নেয়ার সুযোগ পাওয়া যাচ্ছে এবং তাদের প্যাকেজ গ্রহণ করা যাচ্ছে।
সোনিয়া আক্তার নামে এক দর্শনার্থী বলেন, হজ একটি পবিত্র বিষয়। কিন্তু অনেক সময় এজেন্সিগুলো হাজীদের প্রতারিত করে থাকে। তারা এক ধরনের সুবিধা দেয়ার কথা বলে সৌদি আরবে গিয়ে সেটা দেন না। এতে হাজীরা ক্ষতিগ্রস্ত হন। বিষয়টি সবার দেখা উচিত।
মেলার সাফল্যে খুশি আয়োজক সংগঠনের নেতারাও। হাবের সাংস্কৃতিক সম্পাদক হাফেজ নূর মোহাম্মদ নয়া দিগন্তকে বলেন, মেলায় আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে। হজে গমনে ইচ্ছুকরা মেলায় এসে হজ প্যাকেজ ও এজেন্সিগুলো সম্পর্কে একটি সঠিক ধারণা লাভ করতে পারছেন। এতে তাদের প্রতারিত হওয়ার ঝুঁকি কমে যাচ্ছে। মূলত জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে।