ফ্লোরিডায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ‘জয়ের নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে শীর্ষে অবস্থান নেবে বাংলাদেশ’
শেয়ার
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়। কিন্তু বিএনপি-জামায়াতের শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস ওঠেছিল। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের ভবিষ্যত নেতা হিসাবে আধুনিক বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছেন। তিনি বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ বিশ্বের বুকে শীর্ষে অবস্থান নেবে। বাংলাদেশ হবে বিশ্বের উন্নত এক দেশ।
স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সিভিক সেন্টারে ফ্লোরিডা অঙ্গরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. সিদ্দিকুর রহমান।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন, বিএনপি-জামায়াত জোট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। এ কারণে তারা সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। তিনি বলেন, বিএনপি ‘ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়’ কথিত স্লোগান দিলেও কাজের ক্ষেত্রে এর উল্টোটা করছে। ইলিনয় রাজ্যের শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডকে বাংলাদেশের নাম পাল্টে জিয়াউর রহমানের নামে করতে চেয়েছিল। কিন্তু বিএনপির লোকরাই তাতে সাড়া দেয়নি। তিনি বলেন, ইতিহাস বিকৃতি করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কেউ কখনো মুছে ফেলতে পারবে না।