সালমানকে অহংকারী বললেন সঞ্জয় দত্ত

1482395448রণবীরের পর এবার সঞ্জয় দত্ত ক্ষেপলেন বন্ধু অভিনেতা সালমান খানের ওপর। বন্ধু হিসেবেই সকলের কাছে পরিচিত সালমান খান ও সঞ্জয় দত্ত। কিন্তু সঞ্জয় জেল থেকে বের হওয়ার পর থেকেই তাদের সম্পর্কের ফাটল ধরেছে এমন গুঞ্জন চাউর হয়। ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের শিরোনাম লেখা হয়েছে, ‘অহংকারী সালমানের ওপর হতাশ সঞ্জয় দত্ত’। অন্যান্য আরো কয়েকটি মিডিয়াতেও এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানের মঞ্চে এ অভিনেতাকে শব্দ নিয়ে খেলায় একটি শব্দ বাছাই করে তার বর্ণনা দিতে হয়। এক পর্যায়ে শব্দ বাছাইয়ে সালমানের নাম উঠে। সালমান সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি হেসে বলেন, ‘অহংকারী’।

১৯৯১ সালে সাজন সিনেমার সেটে সালমান ও সঞ্জয়ের বন্ধুত্ব হয়। এরপর দীর্ঘ দুই দশক বিভিন্ন সময় তাদের বন্ধুত্বের দৃষ্টান্ত দেখেছে তাদের ভক্তরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.