চলচ্চিত্রের চেয়ে টিভি পর্দার কাজ নিয়েই ব্যস্ত চিত্রনায়ক রিয়াজ। সম্প্রতি তিনি ভিট তারকা মিথিলার সঙ্গে জুটিবদ্ধ হয়ে একটি নাটকের শুটিং করছেন। ‘মেঘ রঙ ভালোবাসা’ শিরোনামের এ নাটকটি রচনা ও পরিচালনা করেছে রাজীব হাসান। এ নাটকে চিত্রনায়ক রিয়াজ একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী। এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা তার ভাস্কর্য তৈরি করতে চান রিয়াজের হাতে। সে অনুযায়ী অর্ডারও দেন। ভাস্কর্য তৈরি নিয়েই শুরু হয় দুজনার প্রেমের গল্প। রিয়াজ সেই নায়িকার ভাস্কর্য তৈরি করেন। কিন্তু সেটি ডেলিভারি দেয়ার জন্য নায়িকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গায়েব হয়ে যায় মেয়েটি। চিত্রনায়িকার অন্তর্ধানের রহস্যের সন্ধানে নামে পুলিশ। সন্দেহের তীর যায় তার এক অন্ধভক্তের দিকে। নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন ভিট তারকা মিথিলা। এ নাটক প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘নাটকের গল্প খুব সুন্দর। তিন ক্যামেরায় শুটিং করা হয়েছে। অনেকদিন পর এত বড় আয়োজনে শুটিং করলাম। পরিচালক যথেষ্ট চেষ্টা করেছেন একটি ভালো কাজের জন্য। আশা করি নাটকটি দর্শক উপভোগ করবেন।’ মিথিলা বলেন, ‘এমন একটি বড় আয়োজনে কাজ করার ইচ্ছা ছিল অনেক দিনের। কাজ করতে ভালোই লেগেছে। ভিন্ন একটি চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হতে পারব।’ নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
আরও খবর