বিমানের ভাড়া বাড়ছে

Biman-Bangladeshএভিয়েশন নিউজ: কুয়ালালামপুর, কাঠমুন্ডুসহ ৩/৪টি রুটের ভাড়া বাড়াচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। রুট ভেদে ৮ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত এই ভাড়া বাড়ানো হচ্ছে।

তবে সবগুলো রুটের বিজনেস ক্লাসের (জে ক্লাস) ভাড়া বাড়ানো হবে। আগামী ১ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হবে। ইতোমধ্যে প্রথম দফায় লন্ডন, জেদ্দা, দোহা, রিয়াদ, কুয়েতসহ ৭/৮টি রুটের ভাড়া বাড়ানো হয়েছে চলতি মাসের প্রথম থেকে। দ্বিতীয় পর্যয়ের এই ভাড়া বাড়ছে আগামী মাসের ১ তারিখ থেকে।

বিমানের বিক্রয় ও বিপনন বিভাগের পরিচালক শাহনেওয়াজ ভাড়া বাড়ানোর এই তথ্য স্বীকার করেছেন।

এর আগে শুক্রবার সকালে ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এবং বেসরকারী ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াবের এক অনুষ্ঠানে বিমানের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল হাসান বিমানের ৩/৪টি রুটের ভাড়া বাড়ানো হচ্ছে বলে সাংবাদিকদের জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.