বিমান ছিনতাই চেষ্টা’র ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিমান ময়ূরপঙ্খী ‘ছিনতাই চেষ্টা’র ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়িারি) রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালযয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নির্দেশে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার এর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বিমান ছিনতাইকারী কমান্ডো অভিযানে নিহত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার (চট্টগ্রাম) মেজর জেনারেল এস এম মতিউর রহমান এ তথ্য জানান। নিহতের নাম মাহাদী বলে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.