বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিমান ময়ূরপঙ্খী ‘ছিনতাই চেষ্টা’র ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়িারি) রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালযয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নির্দেশে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার এর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বিমান ছিনতাইকারী কমান্ডো অভিযানে নিহত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার (চট্টগ্রাম) মেজর জেনারেল এস এম মতিউর রহমান এ তথ্য জানান। নিহতের নাম মাহাদী বলে জানা গেছে।