বিমানে যাত্রীর অসুস্থতায় এক ঘণ্টা বিলম্বে নামলেন যাত্রীরা।
শুক্রবার বাংলাদেশ বিমানে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুলকে নিয়ে দারুণ উৎফুল্ল ছিলেন যাত্রীরা। কেউ বা সেলফি তুলছেন কেউবা বিশ্বকাপে টাইগাররা কেমন করবে সেই খোঁজখবর নিচ্ছিলেন। ১১ ঘণ্টার সফরে বিমান জুড়ে শুধু ক্রিকেটের গল্প। অবশেষে যখন লন্ডন হিথরু বিমান বন্দরে নিরাপদে বিমান অবতরণ করলো তখন যাত্রীদের বের হতে তর সইছিলনা। কিন্তু হঠাৎ করেই দরজাতে আটকে দেয়া হল যাত্রীদের। সবাইকে যার যার সিটে বসার অনুরোধও করলেন পাইলট। ঠিক সেই সময় সব যাত্রীর মধ্যেই চাপ আতঙ্ক কি হল তা নিয়ে। এরপর হিথুুরু বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী প্রবেশ করে যাত্রীাদের ফের বসতে বললেন। তখন সবার চাপা আতঙ্ক ভয়ে রূপ নেয়। কি হল কি হল এই প্রশ্নের সঠিক উত্তর কোন কেবিন ক্রুই দিতে পারছিলেন না। অবশেষে জানা গেল লন্ডনের আকাশ থেকে বিমান অবতরণের সময়ই এক বৃটিশ যাত্রী অসুস্থ হয়ে পড়েন। আর সেই কারণে যাত্রীদের নামতে দিবেন না হিথরু বিমান কর্তৃপক্ষ। অবশেষে ১ ঘণ্টা তাদের যাচাই বাছাই শেষে যাত্রীরা ছাড়া পান।
সূত্রঃ মানবজমিন