এভিয়েশন নিউজ: ২৫ মিনিট ধরে রেডার থেকে উধাও ১৩টি বিমান। এ মাসে দু’দিন এমনটা ঘটেছে অস্ট্রিয়ার আকাশে। পরে অবশ্য তাদের চিহ্নিত করা গিয়েছে। কিন্তু বিমান বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে এতগুলি বিমানের উধাও হয়ে যাওয়ার ঘটনা একেবারেই ব্যতিক্রমী।
কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশীয় বিমান এম এইচ ৩৭০ ২৩৯ জন যাত্রীকে নিয়ে এভাবে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিল রাডার থেকে। তারপর থেকে এখনও খোঁজ মেলেনি তার।
সেই স্মৃতি ফিকে হওয়ার আগেই গত ৫ জুন এবং ১২ জুন অস্ট্রিয়ার আকাশে রাডারের সীমার বাইরে চলে যায় বিমানগুলি। অস্ট্রিয়ার বিমান সুরক্ষা সংস্থা জানিয়েছে, রাডার থেকে মেলা উচ্চতা, স্থান সংক্রান্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেখা গিয়েছে, একটি সময়ে মোট ১৩টি বিমানের কোনো খোঁজ নেই। তার মধ্যে বেশ কয়েকটি বিমানের পাড়ি ছিল লম্বা দূরত্বের।
এবং যাত্রী নিয়েই হাওয়া হয়ে যায় সেই সব বিমান। ওই বিমানগুলি এত বেশি উচ্চতায় উড়ছিল, যা দেখে বোঝা গিয়েছে সেগুলি দীর্ঘ পথের উড়ান।
অস্ট্রো কন্ট্রোলের মুখপাত্র মার্কাস পোহাঙ্কা বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের দু’টি সংস্থাকে বলা হয়েছে এই ঘটনার তদন্ত করতে। এ দেশের একটি দৈনিকের রিপোর্ট অনুযায়ী, অস্ট্রিয়ায় প্রতিদিন অন্তত চার হাজার বিমান ওঠানামা করে। এক এক সময়ে সর্বোচ্চ ৫০টির মতো বিমান আকাশে থাকে।
ফলে হঠাৎ এতগুলি বিমান উধাও হয়ে যাওয়ায় নাটকীয় কিছু ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। তবে নিখোঁজ বিমানের চালকদের সঙ্গে শুধুমাত্র স্যাটেলাইট ফোনে যোগাযোগ করতে পেরেছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সদস্যরা।
এমএইচ ৩৭০-র ক্ষেত্রে সেটাও সম্ভব হয়নি। হঠাৎ নিখোঁজ ১৩টি বিমানের ক্ষেত্রে অবশ্য আপাত ভাবে আঙুল তোলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির দিকেই। তবে কোন কোন সংস্থার ক’টি বিমান সাময়িক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, সে ব্যাপারে কেউই কিছু বলতে চাননি।