বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করবে ভারত

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করবে ভারত।

ভারতের পাচটি রাজ্যে একযোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করা হবে। বাংলাদেশের সরকারের নেয়া কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মুজিব শতবার্ষিকী উদযাপনের জন্য এরই মধ্যে আনুষ্টানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশান (আইইটিও) এবং চট্রগ্রাম ওমেন চেম্বার অব অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রীজ (সিডব্লিউসিসিআই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এই সমঝোতা স্বাক্ষর করে। ঢাকায় সফররত আইইটিও এর প্রেসিডেন্ট ড.আসিফ ইকবালের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দলের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়কালে এ সব তথ্য প্রকাশ করা হয়। রাজধানীর বারিধারায় হোটেল ডেজ-এ অনুষ্টিত এ সভায় জানানো হয়- মুজিববর্ষ উপলক্ষ্যে ২০২০ সালে বাংলাদেশ সহ বিশ্বের অন্তত ১০টি দেশে এই কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে সিডব্লিউসিসিআই সভাপতি মনোয়ারা হাকিম আলি জানান, ভারতের দিল্লী, কলকাতা, আগরতলা, চেন্নাই ও হায়দারাবাদে একযোগে মুজিববর্ষ পালন করা হবে। এ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি থাকবে। পাকিস্তানী গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ১৯৪৭ থেকে ১৯৭১পর্যন্ত বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের তথ্যবহুল জীবনী গ্রšথ প্রকাশ, আগরতলা ষড়যন্ত্রের ওপর ও ১৯৫২ সালে বঙ্গবন্ধুর চীন সফরের ওপর দুটো ;দালিলিক গ্রন্থ প্রকাশ, দুর্লভ ছবি প্রদর্শন, প্রবন্ধ রচনা, চিত্রকলা প্রদর্শনী, সংস্কৃতিক প্রতিযোগিতা সহ স্মৃতিকথার মতো কর্মসূচি দিয়ে বর্ণাঢ্য করে তোলা হবে মুজিব বর্ষকে। এ সব রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন এনজিও সংগঠন মুর্জিববর্ষে অংশগ্রহণ করবে।
্অন্ষ্টুানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পর্যটন বিশেষজ্ঞ হাকিম আলী সাংবাদিকদেরকে জানান, আইইটিও এর প্রতিনিধিদল চট্রগ্রাম ও ঢাকা সফরের সময় এদেশে তাদের বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেছে। এখন আমরা কিভাবে তাদের সেই আগ্রহকে বাস্তবে রুপ দিব এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
আইইটিও সভাপতি ড.আসিফ ইকবাল জানান,বর্তমানে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিয় সুসম্পর্ক অতীতের যে কোন সময়ের চেয়ে সুদৃঢ় ও সুসংহত। ভ্রাতৃত্বের এ বন্ধনকে আরও মজবুত করবে বাণিজ্যিক সম্প্রসারণ। বাংলাদেশের কৃষি, ফার্মাসিউটিক্যাল, ফুড্ এন্ড এগ্রিকালচার, শিক্ষা সংস্কৃতি ও পর্যটনখাতে ভারত বড় ধরণের বিনিয়োগে আগ্রহী। এসব্ ইস্যুতে প্রধানমন্ত্রির বাণিজ্যিক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সফররত আইইটিও প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতের সময় এদেশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.