চার বিলিয়ন ডলার ব্যয়ে ডেলটা এয়ারলাইনসের নতুন টার্মিনাল

চার বিলিয়ন ডলার ব্যয়ে ডেলটা এয়ারলাইনসের নতুন টার্মিনাল।

প্রায় চার বিলিয়ন ডলার ব্যয় করে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে নির্মিত ডেলটা এয়ারলাইনসের নতুন টার্মিনালের উদ্বোধন হয়েছে।
গত ২৯ অক্টোবর ডেলটা এয়ারলাইনসের নতুন টার্মিনালের উদ্বোধন করেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।
নিউইয়র্কের সেকেলে ও প্রায় অকেজো বিমানবন্দর লাগার্ডিয়ায় বৈমানিকদের পক্ষে কি স্বাচ্ছন্দ্য অভিজ্ঞতা পাওয়া সত্যিই সম্ভব হবে?—এমন প্রশ্ন অনেক দিন থেকেই ছিল।
এ প্রসঙ্গে অ্যান্ড্রু কুমো বলেছেন, ‘হ্যাঁ, আমাদের এটা করতে হয়েছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে কুমো আরও বলেছেন, লাগার্ডিয়া আগে যা ছিল তার থেকে আমরা এখন আরও ভালো অবস্থায় আছি।
ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় বিমানবন্দর সুরক্ষা ও ব্যাগেজ সিস্টেম পরামর্শদাতা সংস্থা স্টুডিফোর্ড টেকনিক্যাল সলিউশনের প্রতিষ্ঠাতা ল্যারি স্টুডিফোর্ড বলেছেন, ‘শেষ পর্যন্ত লাগার্ডিয়ায় পুরোনো টার্মিনাল প্রতিস্থাপিত হতে দেখে আমি উৎসাহিত হয়েছি। যাত্রীদের সংখ্যা রেকর্ড বৃদ্ধির চাহিদা পূরণকারী সুবিধা এবং অপারেশনাল প্রযুক্তির সঙ্গে সুবিধাগুলো আপগ্রেড করার সময় এসেছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.