মালয়েশিয়া যাওয়ার বিশেষ বিমানে ওঠার আগেই ভারতের দিল্লি বিমানবন্দর থেকে ৮ মালয়েশিয় নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশ।
তারা সবাই গত মার্চে নিজামুদ্দিনে তাবলিগের সমাবেশে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।গ্রেফতারকৃতরা গত কয়েকদিন ধরে দিল্লিতে বিভিন্ন স্থানে লুকিয়েছিলেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ
সোমবার দিল্লি বিমানবন্দরে তারা গ্রেফতার হন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।এর আগে করোনা সংকটের মধ্যেও সমাবেশ করায় ৯৬০ জন বিদেশিকে কালো তালিকাভুক্ত করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ওই বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিলে তাদের খোঁজে নামে দিল্লি পুলিশ। ৯৬০ জনের তালিকা দেয়া হয় দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষকেও।
আর সেই সূত্রে মালয়েশিয়ার আট নাগরিককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে বিমানবন্দরের অভিবাসন দফতর।
উল্লেখ্য, করোনার বিস্তার রুখতে গত ২২ মার্চ থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ রেখেছে ভারত। তবে আটকেপড়া নাগরিকদের জন্য বিশেষ বিমান পাঠাচ্ছে বিভিন্ন দেশ। সোমবার মালয়েশিয়াগামী বিশেষ বিমানে ভারত ছাড়তে যাচ্ছিলেন ওই আট তাবলিগের সদস্য।
তবে আট নাগরিক গ্রেফতারের বিষয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি।