করোনাভাইরাসের পরিস্তিতির কারণে স্থগিত হয় চলতি বছরের ২৪ জুলাই টোকিও অলিম্পিক গেমস।আয়োজক দেশ জাপান জানিয়েছিল এক বছর পিছিয়ে আগামী বছরের একই সময়ে গেমস শুরু হবে।
করোনাভাইরাস বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ লগডাউন করে দেয়া হয়েছে। এর প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। আন্তর্জাতিক ও ঘরোয়া সব খেলা স্থগিত করা হয়েছে।
পরিস্থিতি এভাবে চলতে থাকলে আগামী বছরেও অলিম্পিক গেমস শুরু করা যাবে কী না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান তোশিরো মুতো।
তিনি বলেন, আগামী বছর জুলাইয়ে যে সব নিয়ন্ত্রণে চলে আসবে আমার তা মনে হয় না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ সঠিকভাবে বলতেও পারবে না। আমরা এখন নিশ্চিতভাবে কিছু বলার অবস্থায় নেই।
তিনি আরও বলেন, আমরা গেমস এক বছর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে আগামী বছর ভালোভাবে আয়োজন করতে পারি। আশা রাখি মানুষ যেন আগামী বছর অলিম্পিক গেমস শুরুর আগেই করোনাভাইরাসের ক্ষতি সামলে উঠতে পারে।