রাশিয়া করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য বিনিয়োগ করেছে

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) করোনাভাইরাসের টিকা উদ্ভাবন এবং চিকিৎসা সরঞ্জামাদি তৈরির জন্য অর্থায়ন করেছে। স্পুটনিক নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরডিআইএফ এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের চেষ্টা করছে আ্রডিআইএফ। মহামারিটি ছড়িয়ে যাওয়ার ব্যাপারেও সব ধরনের খবর রাখা হচ্ছে। অ্যাভিফাভির ওষুধ তৈরি, করোনার বিরুদ্ধে লড়াইয়ের চিকিৎসা সরঞ্জাম তৈরি এবং টিকা উদ্ভাবনের জন্য আমরা অর্থায়ন করেছি।

আরডিআইএফ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাইরিল ডিমিত্রিভ বলেছেন, চিকিৎসা সরঞ্জাম তৈরি এবং অন্যান্য উপকরণ তৈরির জন্য বড় ধরনের অর্থ বরাদ্দ করা হয়েছে।

এমনকি করোনা পরীক্ষার জন্য বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ও দ্রুত সময়ে ফল পাওয়ার কিট তৈরিতেও অর্থায়ন করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র : বার্নামা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.