ইউক্রেনের জন্য ৬২ কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা ব্রিটেনের

ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। গতকালমঙ্গলবার (২৩ এপ্রিল) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

এই সহায়তা প্যাকেজের আওতায় ৪০০টি যানবাহন, ৬০টি নৌকা, এক হাজার ৬০০টি গোলাবারুদ এবং ৪০ লাখ রাউন্ড গোলাবারুদ রয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, সামরিক সহায়তার এই চালানটিতে ব্রিটিশ স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও থাকবে। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল)। এটি রুশ লক্ষ্যবস্তুতে কার্যকরভাবে আঘাত করতে সক্ষম।

নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্যাকেজটি নিশ্চিত করার বিষয়ে মঙ্গলবার সকালে জেলেনস্কির সঙ্গে কথা বলেছিলেন সুনাক। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এদিন বিকেলে ওয়ারশ সফরের সময় পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক এবং ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে দেখা করার পর এই প্যাকেজটি ঘোষণা করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.