লকডাউনে বন্ধ থাকা দক্ষিণ আফ্রিকার ২০ সীমান্ত পথ খুলে দেয়ার সিদ্ধান্ত

দক্ষিণ আফ্রিকায় লকডাউনে বন্ধ থাকা ২০টি সীমানা পথ সোমবার থেকে খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডা. মোতসোলেদী।

তিনি শনিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করোনা ভ্যারিয়েন্টের দ্বিতীয় সংক্রমণ কমে আসায় এ ঘোষণা দিয়েছেন।

১০ মাসের বেশি সময় ধরে দুই দফায় দক্ষিণ আফ্রিকার ৩৪টি সীমানা পথ বন্ধ ছিল। এর মধ্যে ১ম দফায় ১৪টি সীমানা পথ সরকার খুলে দিলেও জিম্বাবুয়ের বিট ব্রিজ সীমান্তসহ মোজাম্বিক, জিম্বাবুয়ে, লেসোথো, নামিবিয়া, বোতসোয়ানা ও সোয়াজিল্যান্ডের সঙ্গে ২০টি সীমানা পথ বন্ধ ছিল।

করোনার দ্বিতীয় সংক্রমণ কমে আসায় পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমদানি-রপ্তানি পুনরায় পুরোদমে চালু করতে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্ধ থাকা ২০টি সীমানা পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারি করোনার দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হওয়ায় দেশের রাষ্ট্রপতি সিরিল রামাপোসা ওই ২০টি সীমানা পথ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.