স্বর্ণের দাম আরো বাড়ল

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার (১৮ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল রোববার (১৯ মে) থেকে এ দামে স্বর্ণ বিক্রি করা হবে।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৭৯ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৬ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে ৮০ হাজার ১৩১ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.