সম্পূর্ণ পেশাদারী মনোভাবই ইউ-এস বাংলা এয়ারলাইন্সের সব’চে ভালো দিক। এজন্যই সেরা এয়ারলাইন্সের সুখ্যাতি পেয়েছে সংস্থাটি।
দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেবা নিয়ে এভাবেই বলছিলেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়েরে লারামি ও নেপালের চার্জ ডি-অ্যাফেয়ার্স দিল্লি প্রসাদ আচারিয়া।
রোববার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আয়োজনে এক সংবাদ
সম্মেলনে এসেছিলেন এ দুই অতিথি।
জনপ্রতি ১১ হাজার ৭৯০ টাকায় ঢাকা-কাঠমান্ডু রুটে ওয়ানওয়ে যাত্রার সুযোগের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আগামী ১৫ মে
থেকে হিমালয় কন্যা নেপালের কাঠমান্ডু দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করছে সংস্থাটি। সপ্তাহে তিনদিন এ রুটে পাখা মেলবে ইউ-বাংলার অত্যাধুনিক এয়ারক্রাফট।
সংবাদ সম্মেলনে যাত্রীসেবার বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
এরপর কানাডার হাইকমিশনার বলেন, ইউএস-বাংলার এ সাফল্য এমনিতে আসেনি, পেশাদারিত্বই তাদের সেরা করেছে। দেশের ফ্লাইটগুলো তারা চমৎকারভাবে পরিচালনা করেছে। সময়, খাবার, আন্তরিক ব্যবহারের কারণে তাদের সঙ্গেই থাকতে পছন্দ করছেন বেশিরভাগ যাত্রী। আর একই চিত্র নিশ্চয়ই আন্তর্জাতিক ফ্লাইটেও থাকবে।
কাঠমান্ডু যাত্রার মাধ্যমে ইউএস বাংলার আন্তর্জাতিক চলাচল শুরু হচ্ছে বলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন দিল্লি প্রসাদ।
তিনি বলেন, দুই দেশের মানুষ শুধু দেখতে নয়, মানসিকতার দিকেও পরস্পরের কাছাকাছি। আপনাদের এ উদ্যোগ বিদ্যমান সুসম্পর্ক ও আস্থা আরও বাড়াবে। ইউ-এস বাংলা এয়ারলাইন্সের সেবার প্রশংসা রয়েছে। পেশাদারিত্বের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে বরাবর- এমনটিই প্রত্যাশা করি।
‘অর্থনৈতিক অবস্থার উন্নয়নেও পরস্পরের এ যোগাযোগ ও বন্ধুত্ব খুব সহায়ক হবে,’ বলেন দিল্লি প্রসাদ।
ইউ-এস বাংলা এয়ারলাইন্সের নির্বাহী পরিচালক এয়ার কমোডর (অব.) এমজি তৌহিদ বলেন, ইউএস-বাংলা সর্বোচ্চ সংখ্যক যাত্রীদের গ্রহণযোগ্যতা নিয়ে সর্বাধিক নিরাপদ ও ৯৮ দশমিক ৭ শতাংশ সময়ানুবর্তিতা মেনে প্রায় ২০ মাসে ১০ হাজারের অধিক ফ্লাইট পরিচালনা করে আসেছে।
‘এটি দেশের একমাত্র বিমান পরিবহন সংস্থা, যা আইসিএও’র (ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন) ইউনিভার্সাল সেফটি ওভারসাইট অডিট প্রোগ্রাম আইএসও ৯০০১:২০০৮ সার্টিফায়েড এয়ারলাইন্স। আমরা যাত্রীদের চাওয়াকে প্রাধান্য দিই।’
এদিকে হোটেল সোনারগাঁওয়ের বলরুমে চলছে আন্তর্জাতিক পর্যটন মেলা। মেলায় ইউএস বাংলার প্রতি টিকিটে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
বৈশাখ জুড়ে অভ্যন্তরীণ ফ্লাইটের প্রতি টিকিট ২ হাজার ৯৯৯ টাকায় দেওয়া হচ্ছে ‘বৈশাখী অফার’ হিসেবে, কানেকটিং ফ্লাইটের টিকিটের দাম রাখা হচ্ছে ৬ হাজার টাকা।