‘আমাদের দেশ ভ্রমণ করুন, ঘুরে দাঁড়াতে চাই’

Nepal-Tourism-Fair0120160411145641‘আমাদের দেশ নেপাল ভ্রমণ করুন। ভূমিকম্প আমাদের নানা অবকাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে, আমরা ঘুরে দাঁড়াতে চাই। আপনারা যতো বেশি ভ্রমণ করবেন, ততো দ্রুত আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের অর্থনৈতিক চাকাও সচল হবে’।

ভ্রমণপিপাসুদের প্রতি এমন আহ্বান জানাচ্ছেন নেপাল ট্যুরিজম বোর্ডের সিনিয়র অফিসার (ব্র্যান্ড প্রমোশন অ্যান্ড কর্পোরেট ম্যানেজার) শার্ধা শ্রীসথা।

নগরীর সোনারগাঁও হোটেলে চার দিনব্যাপী ‘ট্রাভেল মার্ট-২০১৬’ এর শেষ দিনে সোমবার (১১ এপ্রিল) গিয়ে দেখা গেছে, নেপালি স্টলে ভিড় জমাচ্ছেন অনেকে। দর্শনার্থীদের নেপালী টুপি পরিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে থাকছে নানা পদের স্যুভিনিয়র।

সাংবাদিক পরিচয় পেয়ে শার্ধা শ্রীসথা বলেন, ‘আপনারা জার্নালিস্ট, আমাদের দেশের বিষয়ে ভালোমতো লেখেন। আপনাদের লেখনিতে আমাদের জাতি অনেক উপকৃত হবে। আপনারা ভালোমতো জানেন, ভূমিকম্প আমাদের কি করে দিয়ে গেছে। তবে এখন আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছি। আপনারা আমাদের পাশে থাকলে আরও ঘুরে দাঁড়াবো। নেপালে ভ্রমণকারীর সংখ্যা বাড়লে আমাদের দেশের অর্থনৈতিক পরিধিও বাড়বে’।

নেপালি ট্যুরিজম বোর্ড ও এভারেস্ট মিরাক্কেল ট্রাভেল ট্যুর প্রাইভেট যৌথভাবে এবারের মেলায় অংশ নিয়েছে।

এভারেস্ট মিরাক্কেল ট্রাভেল ট্যুর লিমিটেডের পরিচালক ভারাত জুং পান্ডেই নেপালে ভ্রমণ নানা ধরনের ইতিবাচক তথ্য উপস্থাপন করছেন। বড় স্ক্রিনে নেপালের দর্শনীয় স্থানগুলো দেখানো হচ্ছে।

ঢাকা থেকে কাঠমান্ডু যেতে ফ্লাইটের খরচ জনপ্রতি ১৮ হাজার টাকা নির্ধারণ করেছে এভারেস্ট মিরাক্কেল ট্রাভেল ট্যুর প্রাইভেট লিমিটেড। নেপালে অন্যান্য খরচের বিষয়ে নানা ধরনের ভ্রমণ বিষয়ক তথ্যও দেওয়া হচ্ছে নেপালি স্টলে।

কাঠমান্ডুতে প্রতিজনের জন্য তিন দিন ও চার রাতের প্যাকেজে হোটেলে ২৩০ ডলার, থ্রি-স্টারে ৩২০ ডলার, ফোর স্টারে ৩৫০ ডলার ও ফাইভ স্টার হোটেলে খরচ পড়বে ৩৯০ মার্কিন ডলার। এর সঙ্গে থাকছে সকালের নাস্তা, হাফ ডে শহর কাঠমান্ডু ভ্রমণ ও রাতের খাবার। তবে মাউন্ট এভারেস্ট দেখতে হলে প্রতিজনের জন্য খরচ পড়বে ১৮০ ডলার। নেপালি সংস্কৃতির বিষয় নানা ধরনের লাইভ প্রোগ্রাম দেখতে হলে আরও ১০ ডলার খরচ পড়বে।

ভ্রমণ পিপাসুদের নানা ধরনের সাহসও দেওয়া হচ্ছে স্টল থেকে। এভারেস্ট মিরাক্কেল ট্রাভেল ট্যুর লিমিটেডের পরিচালক ভারাত জুং পান্ডেই বলেন, ‘আমাদের দেশ এখন নিরাপদে ভ্রমণ করতে পারেন। ভূমিকম্প আমাদের যেভাবে ধ্বংস করে দিয়েছিল, তা আমরা কাটিয়ে উঠছি। এখন কোনো সমস্যা নেই। নিরাপদেই আপনারা আমাদের দেশ ভ্রমণ করুন’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.