ঢাকা: ভয়াবহ যাত্রী হয়রানির দায়ে ফ্লাই দুবাই’কে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মোবাইল কোর্ট।
বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিমানবন্দর মেবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনে ফ্লাই দুবাইয়ের চার জনকে এ জরিমানা করেন।
এ সময় ফ্লাই দুবাইয়ের স্টেশন ম্যানেজার সেলিম মোবাশশের উদ্দীনকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সিকিউরিটি ম্যানেজার গোলাম রাব্বিকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ট্রাফিক অপারেটর ফেরদৌস আহমেদ ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ফ্লাই দুবাইয়ের কর্মচারী আশিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ বাংলানিউজকে জানান, চরম যাত্রী হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ফ্লাই দুবাইয়ের চার জনের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনানুযায়ী, ভুক্তযোগী যাত্রী ইব্রাহিম জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১ লাখ ৬২ হাজার টাকা পাবেন।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটে যাত্রী ধারণক্ষমতা ছিলো ১৮৯ জন। কিন্তু তারা বুকিং নিয়েছিলো ১৯৮টি। বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ১৯২ জন যাত্রী। ধারণক্ষমতার অতিরিক্ত তিন যাত্রীর মধ্যে একজনকে চেকিংয়ে ভুল করে প্লেনে তুলে দেওয়া হয়। পরে বিষয়টি পাইলটের নজরে আসে।
গত ৫ বছরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ৩ কোটি ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়নি ফ্লাই দুবাই, জানান মো. ইউসুফ।