বাংলা নতুন বছর উপলক্ষে চট্টগ্রাম ও সৈয়দপুর রুটে টিকেটের মূল্যে বিশেষ ছাড় দিয়েছে দেশের প্রিমিয়াম ও সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। সম্মানিত যাত্রীরা সর্বনি¤œ ৩৭০০ টাকায় চট্টগ্রাম ও সর্বনি¤œ ২৯০০ টাকায় সৈয়দপুরে নভোএয়ার এ ভ্রমণ করতে পারবেন।
এছাড়াও নভোএয়ার এ আকাশপথে ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে দেশের এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে সম্মানিত যাত্রীরা ভ্রমণ করতে পারবেন মাত্র ৬০০০ টাকায়।
এরই মধ্যে হ্রাসকৃত মূল্যে চট্টগ্রাম ও সৈয়দপুর রুটে টিকেট বিক্রি করা হচ্ছে। নভোএয়ার চট্টগ্রাম রুটে সপ্তাহে ৪২টি ও সৈয়দপুর রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। শিগগিরই ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্য, নেপালসহ আন্তর্জাতিক নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।