আরবি ভাষায় কথা বলায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয় ছাত্রকে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে।
খায়রুলদীন মাখজুমি নামে ওই বিশ্ববিদ্যালয় ছাত্র গত ৯ই এপ্রিল বিমানে করে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের একটি বক্তৃতা শুনতে যাচ্ছিলেন। খবর বিবিসির।
উড্ডয়নের আগে তিনি বিমানের ভেতর থেকেই তার চাচার সঙ্গে ফোনে কথা বলছিলেন। কিন্তু তাকে আরবিতে ‘ইনশাল্লাহ’ বলতে শোনার পর বিমানের আরেক যাত্রী তার দিকে আড়চোখে তাকাতে শুরু করেন।
এর পরই সাউথওয়েস্ট এয়ারলাইন্সেরর এক কর্মী তাকে বিমান থেকে নামিয়ে দেন। তিনি আর ওই বিমানে উঠতে পারেন নি।
মাখজুমি গণমাধ্যমকে বলেন, ইসলাম-ভীতি এ দেশকে কোথায় নিয়ে গেছে -এটা হচ্ছে তারই একটা দৃষ্টান্ত। আমি এবং আমার পরিবারের এমন অভিজ্ঞতা অনেক হয়েছে, এবার তাতে আরো একটি যোগ হলো।
একজন শরণার্থী হিসেবে ইরাক থেকে যুক্তরাষ্ট্রে আসা মাখজুমি ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ে পড়েন।
সাউথয়েস্ট বিমান সংস্থা বলেছে, তারা কোন ধরণের বৈষম্য সহ্য করে না এবং মাখজুমি বিমানের ভেতরে ‘হুমকিসূচক বলে মনে হতে পারে এমন মন্তব্য’ করার জন্যই তাকে নামিয়ে দেয়া হয়েছে।